রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মঙ্গলবার দিনে পহেলগাওঁয়ে ভারতীয় হিন্দু পর্যটকদের ওপর হামলার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। এক্স (টুইটার) হ্যান্ডেলে দেওয়া পোস্টে তিনি জানান, শুধুমাত্র ধর্মীয় পরিচয় জানতে চাইতেই হিন্দু পর্যটকদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালানো হয়।
শুভেন্দু অধিকারী বলেন, “একটি একমাত্র প্রশ্ন ছিল—আপনার ধর্ম কী? যদি উত্তরে হিন্দু বলা হতো, তখনই পহেলগামে নির্বিচারে গুলি চালানো হয় পর্যটকদের ওপর।” তিনি এই হত্যাকাণ্ডের শিকার হিন্দুদের প্রতি শোক প্রকাশ করে বলেন, “আমার হৃদয় হিন্দু শিকারিদের প্রতি, যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন, যারা গুলিবিদ্ধ হয়েছেন এবং যারা এই নির্মম ঘটনার ফলে মানসিকভাবে বিপর্যস্ত হয়েছেন।”
তিনি তাঁর পোস্টে হিন্দু ভাই-বোনদের প্রতি সমর্থন জানিয়ে লিখেছেন, “হিন্দু হিন্দু ভাই ভাই ,” এবং শান্তির বার্তা পাঠানোর জন্য “ওম শান্তি” লিখে শেষ করেন।
এছাড়া, এই হামলার ঘটনার পর নিরাপত্তা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুসংহত করতে দ্রুত অপরাধীদের শনাক্ত ও শাস্তির দাবি জানানো হচ্ছে।