মেঘলা আকাশ, হাল্কা বৃষ্টি ও স্যাঁতস্যাঁতে আবহাওয়া। ঝপ করলেই স্বাভাবিকের নীচে নামল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা। রোদের দেখা না মেলায় শীতের অনুভব হচ্ছে তুলনায় বেশি। শীত মানেই ঝকঝকে আকাশ। তার মধ্যে এমন ঝিরেঝিরে বৃষ্টিতে বিরক্ত বঙ্গবাসীর মনে একটাই প্রশ্ন, কবে রোদ উঠবে।
শুক্রবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় ছিল ঘন কুয়াশায় মোড়া আকাশ। বেলা বাড়তে সূর্যের দেখা সেভাবে সব জায়গায় মেলেনি। বৃহস্পতিবারের বৃষ্টির জেরে রয়েছে শিরশিরানি হাওয়া। ফলে শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে স্বাভাবিকের চেয়ে অনেকটা নীচে। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ১৯.২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ৭ ডিগ্রি কম। তবে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে স্বাভাবিকের চেয়ে ২ডিগ্রি বেশি ১৬.১ ডিগ্রি সেলসিয়াস।
শহরে সেভাবে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। কনকনে ঠান্ডা না থাকলেও শীতের আমেজ বজায় থাকবে।
হাওয়া অফিস জানিয়েছে, রাজ্যে প্রচুর জলীয় বাষ্পপূর্ণ বাতাস প্রবেশ করছে। যার ফলে শুক্রবারও বেশ কিছু জেলায় বৃষ্টি হতে পারে। সপ্তাহান্তে হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। তবে কলকাতার সহ পার্শ্ববর্তী জেলার তাপমাত্রা ক্রমশ উর্দ্ধমুখী।
শুক্রবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার ও শনিবার দার্জিলিং এবং কালিম্পং এর পার্বত্য এলাকাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।