কলকাতা: সপ্তাহের শুরুর দিন। ব্যস্ত সময়। আচমকাই মেট্রোর রেক বিকল হয়ে যাওয়ায়, থমকাল মেট্রো। সমস্যায় পড়লেন যাত্রীরা। সোমবার শোভাবাজার মেট্রো স্টেশনে আচমকা নিউ গড়িয়াগামী মেট্রোর রেকে সমস্যায় দাঁড়িয়ে যায় মেট্রো। নামিয়ে দেওয়া হয় যাত্রীদের। ঘটনার জেরে বেশ কিছুক্ষণের জন্য সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় মেট্রো পরিষেবা।
জানা গিয়েছে, এদিন বেলা ১২ টা বেজে ১০ মিনিট নাগাদ নিউ গড়িয়াগামী একটি মেট্রো শোভাবাজার স্টেশনে ঢুকতেই আচমকা থমকে যায় মেট্রো। প্রথমে মেট্রোর তরফে বিষয়টি খতিয়ে দেখা হয়। যান্ত্রিক ত্রুটির কারণে এই ঘটনা জানতে পেরেই শোভাবাজারে খালি করে দেওয়া হয় রেক। সাময়িক ভাবে মেট্রো পরিষেবা বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর কবি সুভাষ থেকে সেন্ট্রাল ও দক্ষিণেশ্বর থেকে নোয়াপাড়া পর্যন্ত শুরু হয় পরিষেবা। তবে দমদম থেকে সেন্ট্রাল পর্যন্ত মেট্রো চলাচল ব্যহত হয়।
সপ্তাহের শুরুর দিনেই মেট্রো বিভ্রাটের জেরে প্রবল সমস্যার জেরে যাত্রীরা। অভিযোগ, মেট্রো ধরতে গিয়ে অনেকক্ষণ দাঁড়াতে হচ্ছে।