সন্দেশখালি অস্ত্র উদ্ধারের ঘটনায় এবার সামনে এল কলকাতা যোগ। সিবিআই সূত্রে খবর, এই ঘটনায় সিবিআই আধিকারিকরা তদন্তে নেমে জানতে পেরেছেন, কলকাতার কোনও এক অস্ত্র ব্যবসায়ীর থেকে কেনা হয়েছিল কার্তুজ। আর এই কার্তুজ যে কেনা হয়েছিল তার বিলও মিলেছে। তবে কার্তুজ তাঁর দোকান থেকেই কেনা হয়েছিল না আরও অন্য কোনও যোগসূত্র রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। একইসঙ্গে মিলেছে বেশ কয়েকটি পরিচয়পত্র, সোনার গয়নার ব্যাগ ও বিল। এই বিলটি থেকেই আধিকারিকরা কলকাতার যোগসূত্র খুঁজে পেয়েছেন বলে খবর।
এদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা এও জানতে পেরেছেন, শেখ শাহজাহানের অস্ত্র লাইসেন্স ছিল। এদিকে শুক্রবার যে অস্ত্রগুলি উদ্ধার হয় তা চুরি করা না কারও নামে ইস্যু করা হয়েছিল তাও জানার চেষ্টা চলছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে। একইসঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে এও জানানো হচ্ছে, এই ধরনের বিদেশি অস্ত্র খোলা বাজারে মেলে না। তাহলে এই অস্ত্রগুলোর উৎস কী তারও তদন্ত শুরু করেছে সিবিআই।