গত মরসুমের কলকাতা লিগ চ্যাম্পিয়ন দলের নাম এখনও ঘোষণা হয়নি। হাইকোর্টে ঝুলে আছে মামলা। ইস্টবেঙ্গল না ডায়মন্ডহারবার এফসি, কার কোর্টে বল যাবে তা আদালতেই পরিষ্কার হবে। আইএফএ-র সঙ্গে আইনি লড়াইয়ে নেমেছে ডায়মন্ডহারবার এফসি। এসবের মাঝেই এ বছরের কলকাতা লিগের সূচি ঘোষণা করল আইএফএ। প্রাথমিক ভাবে সাতটি রাউন্ডের সূচি ঘোষণা করেছে আইএফএ। ২০ জুলাই পর্যন্ত সূচি ঘোষণা করেছে আইএফএ। ডুরান্ডের সূচি ঘোষণার পর লিগের বাকি ম্যাচের দিনক্ষণ স্থির করবে বাংলার ফুটবল নিয়ামক সংস্থা। ২৫ তারিখ থেকে শুরু হচ্ছে কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনের খেলা। নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বেহালা এসএস আর কালীঘাট মিলন সংঘ। উদ্বোধনী অনুষ্ঠানের পর নৈশালোকে শুরু হবে ম্যাচ। সূচিতে ২ জুলাই পর্যন্ত সব ম্যাচের ভেনু ঠিক হলেও বাকি ম্যাচের ভেনু ঠিক হয়নি।
কলকাতা লিগে এবার দেখা যেতে পারে ম্যাসকট। সেই উদ্যোগ নিয়েছে আইএফএ। ২৩ তারিখ সেই ম্যাসকটের আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে।
ইস্টবেঙ্গলের সূচি:
- ২৭ জুন, মেসারার্স, নৈহাটি
- ৩ জুলাই, সুরুচি সংঘ
- ৮ জুলাই, বেহালা এসএস
- ১২ জুলাই, কাস্টমস
- ১৫ জুলাই, পাঠচক্র
- ১৯ জুলাই, মোহনবাগান
মোহনবাগানের সূচি:
- ৩০ জুন, পুলিশ এসি, নৈহাটি
- ৩ জুলাই, কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন
- ৭ জুলাই, রেলওয়ে এফসি
- ১১ জুলাই, জর্জ টেলিগ্রাফ
- ১৬ জুলাই, কালীঘাট মিলন সংঘ
- ১৯ জুলাই, ইস্টবেঙ্গল
মহমেডানের সূচি:
- ২৯ জুন, পিয়ারলেস, বারাকপুর
- ৫ জুলাই, কলকাতা পুলিশ
- ৯ জুলাই, ইউনাইটেড স্পোর্টস
- ১৩ জুলাই, রেনবো
- ১৭ জুলাই, খিদিরপুর
- ২০ জুলাই, ডায়মন্ডহারবার এফসি