নিজস্ব প্রতিবেদন, পূর্ব বর্ধমান: রবিবার তৃণমূলের প্রার্থী ঘোষণা হওয়ার পরই সোমবার সকাল থেকে রীতিমতো ময়দানে নেমে পড়লেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার কীর্তি আজাদ। সোমবার সকালে বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস সহ বর্ধমান পুরসভার একাধিক কাউন্সিলর ও দলের কর্মীদের নিয়ে প্রার্থী সোজা চলে যান বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা মন্দিরে। সেখানে গিয়ে পুজো দেন। পুজো শেষ করে মন্দির থেকে বেরিয়ে কীর্তি আজাদ তুলি হাতে নিয়ে দেওয়াল লেখেন।
এরপরই সদলবলে পৌঁছে যান রাধারানি স্টেডিয়ামে। সেখানে খুদে খেলোয়াড়দের সঙ্গে ব্যাট হাতে নেমে পড়েন মাঠে। সেখানে ডিউজ বলে চার বল ব্যাট করে তিনি বুঝিয়ে দেন এখনও ভালোই ফর্মে আছেন তিনি। তবে একজন প্রাক্তন জাতীয় খেলোয়াড় হিসেবে বর্তমান প্রজন্মের খেলোয়াড়দের প্রতি তাঁর পরামর্শ, খাওয়া দাওয়ার প্রতি সচেতন হতে হবে। বাইরের ফাস্ট ফুড, জাঙ্ক ফুড এড়িয়ে চলতে হবে। নিয়মিত শরীর চর্চা করতে হবে। জীবনে শৃংখলা রাখতে হবে। তিনি আরও জানান, এই কেন্দ্র থেকে জিতলে খেলাধুলোর মান উন্নয়নে বেশ কিছু পদক্ষেপ করবেন তিনি।