অণ্ডালের খাঁন্দরার একমাত্র লক্ষ্মীপুজো ঘিরে উন্মাদনা

নিজস্ব প্রতিবেদন, অণ্ডাল: কয়লা অঞ্চল অণ্ডাল এলাকার খাঁন্দরা গ্রামে কোনও লক্ষ্মীপূজা হত না। গ্রামের একমাত্র লক্ষ্মীপূজার প্রচলন করেন গ্রামের সিংহ পরিবার। গ্রামের একমাত্র লক্ষ্মীপুজো হওয়ার কারণে প্রচুর মানুষের ভিড় হয় এই লক্ষ্মীপুজোয়। পুজোর তিনদিন ধরে চলে নানান অনুষ্ঠান। জনশ্রুতি আছে, মা লক্ষ্মীর স্বপ্নাদেশেই শুরু হয় এই লক্ষ্মীপূজার।
কথিত আছে, আজ থেকে ১৭৪ বছর আগে সুধাকৃষ্ণ সিংহ নামে এক ব্যক্তি মা লক্ষ্মীর স্বপ্নাদেশ পান। মা লক্ষ্মীর আদেশে অণ্ডালের এই খাঁন্দরায় শুরু হয় লক্ষ্মীপূজার অনুষ্ঠান। অভিজিৎ সিংহ নামে পরিবারের এক সদস্য জানান, এই সিংহ পরিবারের আদি বসতি ছিল মুর্শিদাবাদ জেলার কান্দি এলাকায়। সেখানেই তাঁদের পরিবারের সুধাকৃষ্ণ সিংহ মা লক্ষ্মীর স্বপ্নাদেশ পেয়ে এই খাঁন্দরা এলাকায় এসে পুজোর প্রচলন করেন এবং তারপর থেকেই এই পরিবার এখানেই রয়ে গিয়েছেন।
তিনি জানান, সেই প্রাচীন প্রথামতোই আজও একই ভাবে মা লক্ষ্মীর পুজো হয়ে আসছে। সিংহ পরিবারের যে সকল সদস্য কর্মসূত্রে বাইরে থাকেন, এই লক্ষ্মীপূজার দিন তাঁরা একত্রিত হন। পরিবারের সকল সদস্য আত্মীয়স্বজন মিলে একসঙ্গে তিন দিন ধরে চলে খাওয়াদাওয়া। লক্ষ্মীপূজার দিন প্রসাদ বিতরণ হয় এই মন্দিরে। গ্রামের প্রচুর মানুষ মায়ের প্রসাদ গ্রহণ করার জন্য আসেন এখানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − 4 =