হিমাচল পুলিশের গোয়েন্দা দপ্তরেও হতে পারে হামলা, অডিও বার্তায় হুমকি খলিস্তানি সংগঠনের

পঞ্জাব  পুলিশের গোয়েন্দা দপ্তরে বিস্ফোরণের পরেই হিমাচল প্রদেশের (Himachal Pradesh) মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরকে হুমকি দিল খলিস্তানিরা (Khalistani)। একটি অডিও বার্তা দিয়ে জানান হয়েছে, হিমাচল পুলিশের সদর দপ্তরে এই আক্রমণ হতে পারত। খলিস্তানি সংগঠন শিখস ফর জাস্টিসের তরফে এই হুমকি দিয়ে বলা হয়েছে, মোহালির ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত হিমাচলের মুখ্যমন্ত্রীর।

জানা গিয়েছে, শিখস ফর জাস্টিসের জেনারেল কাউন্সেল গুরুপতবন্ত সিং পান্নুন একটি অডিও মেসেজের মাধ্যমে বলেছেন, সিমলায় পুলিশের সদর দপ্তরেও এই আক্রমণ হতে পারত। শিখদের যেন বিরক্ত করা না হয়। তাহলে শিখরা হিংসাত্মক পথ বেছে নিতে বাধ্য হবে। মোহালির ঘটনা থেকে শিক্ষা নেওয়া দরকার হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর।’ আগামী ৬ জুন হিমাচলে নির্বাচন রয়েছে। সেই সময়েই গণভোট করতে হবে, এমন বার্তাও দিয়েছে শিখস ফর জাস্টিস। এছাড়াও হিমাচল বিধানসভার মূল ফটকে খলিস্তানি পতাকা লাগানোর দায়ও স্বীকার করেছে এই সংগঠন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + fifteen =