ব্যারাকপুরে ফের পদ্ম ফুটবে। শনিবারদাবি করলেন সদ্য কংগ্রেস ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দেওয়া বিশিষ্ট আইনজীবী কৌস্তভ বাগচী। এদিন বেলায় জগদ্দলের মজদুর ভবনে সাংসদ অর্জুন সিংয়ের দেখা করতে আসেন বিজেপি নেতা কৌস্তভ । বলেন, দল অর্জুনবাবুকে সাদরে গ্রহণ করে নিয়েছেন। তাই সৌজন্যমূলক সাক্ষাৎ করতে এসেছি। তবে দল ঠিক করবে ব্যারাকপুরে কে প্রার্থী হবেন। যিনি প্রার্থী হোক না কেন, ব্যারাকপুরে ফের পদ্ম ফুটবে দাবি তাঁর। তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিককে নিশানা করে কৌস্তভ বলেন, ‘পার্থবাবু ওয়েব সিরিজে ভালো অভিনয় করেছেন। উনি ফিল্ম জগতে কেরিয়ার করন।’ রাজ্যের শাসকদলকে আক্রমণ শানিয়ে তাঁর বক্তব্য, ‘রাজ্যে তৃণমূলের কোনও ভবিষ্যত নেই। লোকসভা নির্বাচনের পর রাজ্যে তৃণমূলকে দূরবীন দিয়ে খুঁজতে হবে। আগামীদিনে গোটা রাজ্য জুড়ে পদ্ম ফুটবে।’ মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্রকে নিয়ে তাঁর প্রতিক্রিয়া, ‘দলে যদি অসন্তোষ থেকে থাকে। সেই পর্ব মিটে যাওয়া উচিত। কারণ অর্জুন বাবুকে দল সাদরে গ্রহণ করে নিয়েছে।’ কৌস্তভের কথায়, ফাল্গুনী পাত্র লড়াকু নেত্রী। উনি দলের নিয়ম শৃঙ্খলা জানেন। সুতরাং যেই প্রার্থী হোক না কেন, ফাল্গুনী দি-সহ তারা সকলেই ঐক্যবদ্ধ হয়ে ভোট যুদ্ধে সামিল হবেন দলীয় প্রার্থীকে জেতানোর জন্য।