কলকাতা : দক্ষিণ কলকাতার কসবার ঘটনায় শেষ পর্যন্ত এ রাজ্যের উচ্চ আদালতে মামলা দায়ের হল এবং তা গ্রহণ করেছে আদালত। সুতরাং এর পরিপ্রেক্ষিতেই কার্যত কসবা কাণ্ডের জল গড়িয়েছে উচ্চ আদালতে তথা কলকাতা হাইকোর্টে। সোমবার সপ্তাহের প্রথম দিনেই আদালতের কাজকর্ম শুরু হতেই বিচারপতি সৌমেন সেনের দৃষ্টি আকর্ষণ করেছেন আইনজীবীরা। এ পর্যন্ত তিনটি জনস্বার্থ মামলা দায়ের হয়। এই মামলার জন্য কলকাতা হাইকোর্টের তরফেও অনুমতি দেওয়া হয়েছে।
দু’দিন সময় চাওয়া হয়েছে। এবং চলতি সপ্তাহের বৃহস্পতিবার মামলা গুলির শুনানির সম্ভাবনা রয়েছে বলে আদালতের সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য, কলেজ ক্যাম্পাসের মধ্যেই গার্ড রুমে আইন পড়ুয়া ছাত্রীর প্রতি নারকীয় ঘটনা ও গণ ধর্ষণের যে অভিযোগ উঠেছে তার পরিপ্রেক্ষিতেই সংশ্লিষ্ট বিষয়ে ওই মামলা দায়েরের অনুমতি চেয়েছেন তিন আইনজীবী এবং তাদের তরফেও আদালতের কাছে এদিনের পেশ করা আর্জি মঞ্জুর হয়েছে।
আর্জি পেশ করেছেন তিন আইনজীবী যথাক্রমে – সৌম্যশুভ্র রায়, সায়ন দে এবং বিজয় কুমার সিংহল। প্রসঙ্গতঃ উচ্চ আদালতের নজরদারিতেই তদন্ত হোক এবং তা কোনও অবসরপ্রাপ্ত বিচারপতির নজরদারিতেই তদন্তের কাজ চালানোর দাবিও রয়েছে।