‘এক ব্যক্তি এক পদ’ নীতি মেনে বিরোধী দলনেতার পদ থেকে ইস্তফা দিলেন মধ্যপ্রদেশের (Madhya Pradesh) প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস (Congress) নেতা কমল নাথ (Kamal Nath)। বৃহস্পতিবারই তিনি দলকে ইস্তফাপত্র পাঠান। তাঁর জায়গায় নতুন বিরোধী দলনেতা হলেন ভিন্দ জেলার লাহার বিধানসভা কেন্দ্রের সাত বারের বিধায়ক গোবিন্দ সিং। তবে প্রদেশ কংগ্রেস সভাপতি পদে থাকছেন কমল নাথই।
এদিন কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল কমল নাথের চিঠির উত্তরে জানিয়েছেন, দলের সভাপতি সনিয়া গান্ধির নির্দেশে তাঁর ইস্তফাপত্রটি গ্রহণ করেছে দল। ওই চিঠিতেই বলা হয়েছে, গোবিন্দ সিংকে পরবর্তী সভাপতি হিসেবে নির্বাচিত করার প্রস্তাবেও সায় দিয়েছে কংগ্রেস হাই কমান্ড।
বহুদিন ধরেই বিরোধী দলনেতার পদ ছাড়তে চাইছিলেন কমল নাথ। সম্প্রতি তিনি ইঙ্গিত দিয়েছিলেন, শীর্ষ নেতৃত্বের সঙ্গে পরামর্শ করে রাজ্যের নেতৃত্বে পরিবর্তন আনার। অবশেষে বিরোধী নেতার পদ ছাড়লেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। ‘এক ব্যক্তি এক পদ’ নীতি মেনেই বর্ষীয়ান নেতা পদত্যাগ করলেন বলে জানা গিয়েছে।