নিজস্ব প্রতিবেদন, কালনা: পূর্ব বর্ধমানের জলের ট্যাংক ভেঙে যাওয়া প্রসঙ্গে কেন্দ্র সরকারের রেল দপ্তরের বেসরকারিকরণের বিষয়কে দায়ী করেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখোপাধ্যায়। হুগলিতে বামেদের ইনসাফ যাত্রা শেষ করে পূর্ব বর্ধমানের কালনার কালুর দোকান মোড় থেকে বৃহস্পতিবার বিকেলে ইনসাফ যাত্রা শুরু করেন কয়েকশো কর্মী সমর্থক নিয়ে। সেখানেই তিনি এই দাবি করেন।
তিনি দাবি করেন, রেলের স্টাফ নিযুক্ত না করে, পুরনো স্টাফ দিয়ে ওভারটাইম করানো, কন্ট্রাকচুয়াল স্টাফ নিয়োগ করা এসবের কারণেই রেল ভালো চলছে না, এর গাফিলতি সরকারের। একই সঙ্গে পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে আলু চাষির মৃত্যু প্রসঙ্গে তাঁর দাবি, রাজ্যের যে সমস্ত মন্ত্রীরা চুরি করে জেলে গিয়েছেন, তাঁরা পারিবারিক ভাবে চুরি করে অভ্যস্ত, আর তাই চাষির এই মৃত্যুকে তাঁরা পারিবারিক কলহের জেরে মৃত্যু বলে দাবি করছেন। উলেখ্য, এদিনের এই ইনসাফ যাত্রা কালুর মোড় থেকে ধাত্রীগ্রাম পর্যন্ত হয়। আর সেখানেই সন্ধ্যায় একটি পথসভা করেন মীনাক্ষী।