আসন্ন ভোটে পশ্চিমবঙ্গে পরাজিত হবেন মমতা, আশাবাদী কে কে শর্মা

নয়াদিল্লি : পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে হার হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের। এমনটাই দাবি করলেন বিজেপি নেতা ডঃ কে কে শর্মা। শনিবার দিল্লিতে বিজেপির সদর দফতরে এক সাংবাদিক সম্মেলনে শর্মা বলেন, আগামীদিনে পশ্চিমবঙ্গে বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। সাধারণ মানুষের আদালতই সর্বশ্রেষ্ঠ ন্যায়বিচার আদালত। বাংলার জনগণ তাঁদের ভোটের মাধ্যমে এই লুটপাট ও দুর্নীতির বিরুদ্ধে জনাদেশ দেবেন। মমতা সরকার পরাজিত হবে এবং জনগণ তাদের জবাব দেবে।

তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে শর্মা আরও বলেন, “পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মালদা জেলার বন্যা দুর্গতদের ক্ষতিপূরণ প্রদানে কেলেঙ্কারির বিষয়ে হাইকোর্টে বেশ কয়েকটি আবেদন জমা দেওয়া হয়েছিল। হাইকোর্ট ভারতের নিয়ন্ত্রক ও নিরীক্ষক জেনারেল (সিএজি)-কে তদন্ত করে একটি রিপোর্ট জমা দিতে বলেছে এবং সিএজি কর্তৃক হাইকোর্টে জমা দেওয়া রিপোর্টের কিছু তথ্য সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। এই তথ্যের ভিত্তিতে, আমি বলতে পারি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সম্পূর্ণরূপে দুর্নীতিতে ডুবে আছে। বন্যার্তদের নামে তহবিল লুটপাট এবং বিতরণের ফলে প্রায় ১০০ কোটি টাকার দুর্নীতি প্রকাশ পেয়েছে, যা অত্যন্ত লজ্জাজনক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + 15 =