বিচারপতি গঙ্গোপাধ্যায় অন্য ভূমিকায়! বইমেলায় প্রকাশ হচ্ছে কবিতার বই

আসন্ন কলকাতা বইমেলায় এবার প্রকাশিত হচ্ছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কবিতার বই। নিজেই জানালেন সে কথা। তবে এর চেয়ে বেশি কোনও তথ্য দিতে চাননি তিনি।
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, নামটি পশ্চিমবঙ্গবাসীর মুখে মুখে। কারও কাছে তিনি ‘মসিহা’। আবার কারও কাছে তিনি অপছ¨ের। তবে ন্যায় চাওয়া পশ্চিমবঙ্গবাসীর একটা বড় প্রজন্মের কাছে তিনি জনপ্রিয়। শিক্ষা দুর্নীতি প্রকাশ্যে আসার পর বঞ্চিত চাকরিপ্রার্থীদের ‘ভগবান’ হয়ে উঠেছেন তিনি। তবে এর বাইরে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কাব্যচর্চাও করেন তা এতদিন জানা ছিল না কারও। আগামী ১৮ তারিখ থেকে বইমেলা। সেখানেই প্রকাশিত হবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কবিতার বই।
বাংলা ভাষায় আইনি সওয়াল নিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বক্তব্য, তাঁর এজলাসে বাংলায় কেউ মামলা দায়ের করলে তিনি গ্রহণ করেন। বাংলায় সওয়াল-জবাব কিংবা নির্দেশনামা নিয়ে তাঁর কোনও সমস্যা নেই। বাংলা ভাষাকে এভাবেই এগিয়ে নিয়ে যেতে হবে বলে তিনি সওয়াল করেন। এমনকী এই প্রয়াসের জন্যই তাঁর কাব্যচর্চা বলে জানান তিনি। আর এই প্রসঙ্গেই নিজের কবিতার বই প্রকাশের সুখবরটি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 4 =