কলকাতা : বৃহস্পতিবার সারা দেশে প্রতিবাদ কর্মসূচি পালনের ডাক দিয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট (ডব্লিউবিজেডিএফ)। এ বার দীপাবলিতে রঙ্গোলি এঁকে, প্রদীপ জ্বালিয়ে উৎসবের মধ্য দিয়েই প্রতিবাদ জানাবেন তাঁরা।
সংগঠনের তরফে কর্মসূচির পোস্টারে বলা হয়েছে, ন্যায়বিচারের দাবিতে লড়াই চালিয়ে যাওয়ার জন্যই এই নতুন কর্মসূচি। দেশের আপামর মানুষকে বিচারের দাবির উপর আধারিত রঙ্গোলি এঁকে এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিতে আহ্বান জানিয়েছে ডব্লিউবিজেডিএফ।
এ ছাড়া, বৃহস্পতিবার রাত ৯টা থেকে ৯টা ১৫ মিনিট পর্যন্ত ঘরের আলো নিভিয়ে রাখা হবে। সে সময়টুকুর জন্য প্রদীপ জ্বালিয়ে প্রতিবাদে শামিল হবেন মানুষ। এই প্রদীপ হবে অন্ধকার এই সময়ে মানুষের একজোট হওয়ার প্রতীক। এ ছাড়াও, নির্যাতিতার বিচারের দাবিতে সমস্ত প্রতিবাদী হৃদয়কে একত্রিত করতে দু’মিনিটের জন্য নীরবতা পালন করা হবে। পাশাপাশি, চলমান আন্দোলনের প্রতীক হিসাবে ওড়ানো হবে ফানুস।
এর পাশাপাশি সামাজিক মাধ্যমে রাজ্যের সমস্ত মানুষকে এই কর্মসূচির ছবি আপলোড করার কথাও বলেন তাঁরা। এরই মাধ্যমে কালীপুজোর সন্ধ্যায় আরও একবার উঠতে চলেছে আর জি করের নির্যাতিতা চিকিৎসকের বিচারের দাবি।