মুর্শিদাবাদ : ইডি-কে দেখে ফের ভয় পেয়ে গেলেন মুর্শিদাবাদের বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। ভয়ে নিজের কাছে থাকা মোবাইল ছুড়ে দেন তিনি, সেই মোবাইল নর্দমা থেকে উদ্ধার হয়েছে। তবে, পাসওয়ার্ড জানাতে চাইছেন না তিনি। সিবিআই-এর পর এ বার ইডিকে দেখে পালানোর চেষ্টা করলেন তিনি।
অভিযোগ, পালানোর সময় বাড়ির পিছনের ঝোপে একটি মোবাইল ফেলে দেন তিনি। পরে তা উদ্ধার করা হয়েছে। আপাতত মুর্শিদাবাদের আন্দিতে জীবনকৃষ্ণের বাড়িতে কেন্দ্রীয় সংস্থার আধিকারিকেরা রয়েছেন। জিজ্ঞাসাবাদ চলছে। সোমবার সকাল থেকে কলকাতা এবং জেলার একাধিক জায়গায় ইডি তল্লাশি অভিযান চালাচ্ছে।
এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় এই তল্লাশি। ইডির একটি দল সকাল সকাল পৌঁছে যায় জীবনকৃষ্ণের আন্দির গ্রামের বাড়িতে। বিধায়ক সেই সময় বাড়িতেই ছিলেন। সূত্রের খবর, ইডিকে দেখে বাড়ির পিছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করেছিলেন জীবনকৃষ্ণ। কেন্দ্রীয় সংস্থার তিন জওয়ান তাঁকে ধাওয়া করে ধরে ফেলেন।

