বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় শীর্ষে ঝুলন

হ্যামিল্টন: বিশ্বকাপে বিশ্বরেকর্ড বাংলার মেয়ের। মেয়েদের বিশ্বকাপে এখন সর্বাধিক উইকেটের মালিক ঝুলন গোস্বামী। নিউজিল্যান্ডের বিরুদ্ধে গত ম্যাচেই ছুঁয়েছিলেন লিন ফুলস্টোনের রেকর্ড। শনিবার সেই রেকর্ড ভেঙে দিলেন চাকদা এক্সপ্রেস। রেকর্ড ভাঙার জন্য শনিবার অনেকটা অপেক্ষা করতে হয় ঝুলনকে। তবে শেষমেশ বাজিমাত বাংলার পেসারের। মেয়েদের বিশ্বকাপে এতদিন পর্যন্ত অস্ট্রেলিয়ার লিন ফুলস্টোনের ৩৯ উইকেটই ছিল সর্বাধিক। ২টো বিশ্বকাপে ৩৯ উইকেট নেন অস্ট্রেলিয়ার প্রাক্তন বোলার। ২০ ম্যাচ খেলেই সেই রেকর্ড গড়েছিলেন ফুলস্টোন। বাংলার পেসার ঝুলন গোস্বামী অবশ্য ৫ বিশ্বকাপ খেলে ফুলস্টোনের রেকর্ড ভাঙলেন। দীর্ঘদিন ধরেই ভারতীয় ক্রিকেটে খেলছেন চাকদা এক্সপ্রেস। বয়স বাড়লেও এখন ভারতীয় দলের পেস অ্যাটাকে ঝুলনই সেরা।

ওয়েস্ট ইন্ডিজের আনিসা মহম্মদকে আউট করতেই ফুলস্টোনের রেকর্ড ভেঙে দেন ঝুলন। ৩১ ম্যাচে ৪০ উইকেট সংগ্রহ করলেন চাকদহ এক্সপ্রেস। চলতি বিশ্বকাপে এখনও ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, দঃ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ বাকি রয়েছে ভারতের। এরপর নক আউট। তবে এখানেই থামতে চান না ঝুলন। বিশ্বকাপের আসরে উইকেটের সংখ্যাকে আরও বাড়িয়ে নিয়ে যেতে চান।

মেয়েদের একদিনের ক্রিকেটেও সর্বাধিক উইকেটের মালিক ঝুলন। ১৯৮ ম্যাচে ২৪৯ উইকেট নিয়েছেন তিনি। টেস্টে ৪৪ এবং টি-টোয়েন্টিতে ৫৬ উইকেট রয়েছে ঝুলনের দখলে। শনিবারের ম্যাচে ১টাই উইকেট নেন বাংলার পেসার। ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১৫৫ রানে হারায় ভারত। প্রথমে ব্যাটিং করে ৫০ ওভারে ৩১৭ রান তোলেন মিতালিরা। ওপেনার স্মৃতি মান্ধানা ১২৩ আর হরমনপ্রীত কৌর ১০৯ রান করেন। জবাবে ১৬২ রানে শেষ ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 1 =