ব্যারাকপুর :সাংসদ তহবিলের টাকায় কোনও কাজ হবে না জগদ্দল বিধানসভা কেন্দ্রে। জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের এমনই হুঁশিয়ারির একটি অডিও ক্লিপ ঘিরে শুরু হয়েছে শোরগোল। সেই ভাইরাল হওয়া অডিও ক্লিপিংসে রীতিমতো হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। যাঁকে হুঁশিয়ারি দিয়ে বলা হচ্ছে, সাংসদ তহবিলের টাকায় কোনও কাজ হবে না জগদ্দল বিধানসভা কেন্দ্রে, তিনি জগদ্দল বিধানসভার অন্তর্গত কাউগাছি-২ গ্রাম পঞ্চায়েতের প্রধান অমল মণ্ডল। যদিও সেই অডিও ক্লিপিংসের সত্যতা যাচাই করেনি ‘একদিন’ সংবাদপত্র। যে অডিও ক্লিপিংস ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে, তার সারাংশ হচ্ছে, পঞ্চায়েত প্রধান অমল মণ্ডল তাঁর এলাকার উন্নয়নের জন্য সাংসদ অর্জুন সিং-এর সাংসদ তহবিলের অর্থ নিয়েছেন। কিন্তু সেই টাকা প্রত্যাহার করে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয়েছে পঞ্চায়েত প্রধানের ওপর। ভাইরাল হওয়া অডিও ক্লিপিংসে অমল মণ্ডল দাবি করেছেন, এটা ব্যক্তিগত অর্জুন সিংয়ের টাকা নয়। সাংসদ তহবিলের অর্থ। এলাকার উন্নয়নের জনই ওই টাকা নেওয়া হয়েছে। অডিও ক্লিপিংসে বিধায়ক দাবি করেছেন, ওনার টাকায় জগদ্দলে কাজ হবে না। যদিও ভাইরাল হওয়া অডিও ক্লিপিংস নিয়ে সংবাদ মাধ্যমে মুখ খুলতে নারাজ কাউগাছি-২ গ্রাম পঞ্চায়েত প্রধান অমল মণ্ডল। যদিও বিধায়কের দাবি, ওই অডিওতে কন্ঠস্বর তাঁর নয়। ওটা বানানো।