বসন্তেই তীব্র গরম, দক্ষিণবঙ্গের ৪টি জেলায় তাপপ্রবাহের সতর্কতা

কলকাতা : ভরা বসন্তেই তীব্র গরমের অস্বস্তি, দোলের পরই দক্ষিণবঙ্গের ৪টি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করলো আবহাওয়া দফতর। আগামী ১৬ মার্চ (রবিবার) বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলার কয়েকটি অংশে এই তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। এক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছোঁয়ার আশঙ্কা করা হয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ১৬ মার্চ, রবিবার থেকে তাপপ্রবাহ শুরু হবে দক্ষিণবঙ্গে। ওই দিন দক্ষিণবঙ্গের ৪টি জেলায় তাপপ্রবাহ হতে পারে। তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে। ওই জেলাগুলির জন্য জারি হয়েছে হলুদ সতর্কতা। পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে শুষ্ক বায়ুপ্রবাহের কারণেই তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে। আগামী পাঁচ দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপমাত্রার পারদ স্বাভাবিকের থেকে ৩-৪ ডিগ্রি চড়তে পারে। তার পরের তিন দিনে আরও ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা।

একটু একটু করে তাপমাত্রা বেড়েই চলেছে মহানগরী কলকাতায়, বৃহস্পতিবারও কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। এদিন মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২.৫ ডিগ্রি বেশি। আগামী কিছু দক্ষিণবঙ্গের সর্বত্রই সর্বোচ্চ ও নূন্যতম তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 1 =