যাত্রী সচেতনতায় উদ্যোগ আরপিএফ ও জিআরপির

নিজস্ব প্রতিবেদন, পূর্ব বর্ধমান: সোমবার রাস উৎসব।
রাস উৎসব দেখতে প্রতি বছর হাজার হাজার মানুষ পূর্ব বর্ধমানের সমুদ্রগড় থেকে ট্রেনে চেপে নবদ্বীপ যায়। যাত্রীদের সচেতন করতে বিশেষ উদ্যোগ নিলেও আরপিএফ এবং জিআরপির। নবদ্বীপের আসন্ন রাস উৎসব উপলক্ষে সমুদ্রগড় স্টেশনে সমস্ত রেল যাত্রীদের উদ্দেশ্যে যাত্রী সচেতনতামূলক প্রচার চালানো হয়। রাস উৎসব উপলক্ষে টেনে প্রচুর সংখ্যক মানুষ যাতায়াত করে থাকেন, তাই যাতে কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে, এজন্যই এই প্রচার বলে জানানো হয়েছে।
শুধুমাত্র রাসের সময় নয়, সব সময়ের জন্যই ট্রেনে যাতায়াত করার সময় কোনও সমস্যায় পড়লে ১৩৯-এ কল করতে বলা হয়েছে। ফোন পেলে সামনের স্টেশনে ট্রেনে উঠে তাঁরা যাত্রীদের সাহায্য করবেন বলে জানিয়েছেন রেল পুলিশের কর্মীরা। এছাড়াও শিশু পাচারের হাত থেকে নিজের শিশুকে সুরক্ষিত রাখতে সর্বদা সজাগ থাকতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − 4 =