শিশুমৃত্যু শুধুই অ্যাডিনো ভাইরাসে নয়, হাসপাতাল পরিদর্শনে এসে মন্তব্য স্বাস্থ্য কর্তার

কলকাতা: জ্বর সঙ্গে শ্বাসকষ্ট। এমন উপসর্গের শিকার তিন শিশুর মৃত্যু হয়েছে শিনবার রাত থেকে রবিবার সকালের মধ্যে কলকাতার দুই হাসপাতালে। শিশুমৃত্যু ঘিরে একদিকে যেমন উদ্বেগ বাড়ছে, তেমনই অ্যাডিনোভাইরাস নিয়ে শঙ্কাপ্রকাশ করছেন চিকিত্সকদের একাংশও। তবে, রাজ্যে সাম্প্রতিক সব শিশুর মৃত্যু অ্যাডিনোভাইরাসের কারণে হয়নি, জানালেন রাজ্যের চিকিৎসা শিক্ষা বিভাগের পরিচালক দেবাশিস ভট্টাচার্য।বিধানচন্দ্র রায় শিশু হাসপাতাল পরিদর্শনে দেবাশিস ভট্টাচার্য মন্তব্য করেন

বেশির ভাগই শিশু মারা গিয়েছে নিউমোনিয়া আক্রান্ত হয়ে। আবার অনেকের ভাইরাল জ্বরের কারণেও মৃত্যু হয়েছে। সবাই অ্যাডিনোভাইরাস আক্রান্ত হয়ে মারা যাচ্ছে না।

রাজ্য জুড়ে জ্বর এবং শ্বাসকষ্টে শিশুমৃত্যুর আবহে সোমবার বিসি রায় হাসপাতাল পরিদর্শনে আসেন দেবাশিস। সেখানে তিনি জানান, চিকিৎসা পরিষেবায় আরও উন্নত পরিকল্পনা করতেই তিনি হাসপাতাল পরিদর্শনে এসেছেন। সমস্ত শিশু বিশেষজ্ঞকে নিয়ে বৈঠক করা হবে এবং আদর্শ আচরণবিধি তৈরি হবে বলেও তিনি জানান।দেবাশিস বলেন, ‘কী ভাবে পরিস্থিতি সামলানো যায়, তা দেখা হচ্ছে। ভবিষ্যতেও হাসপাতালের পরিকাঠামো উন্নত করার বিষয়ে আমরা দেখছি। করোনার মতো কী ভাবে হাসপাতালের বেডের সংখ্যা আরও বাড়ানো যায়, তা নিয়েও আলোচনা চলছে।’

প্রসঙ্গত, জ্বর এবং শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে  মৃত্যু হয়েছে হাওড়ার রাজশ্রী রায়ের। তার বয়স ৯ মাস। রবিবার মারা যায় বাদুড়িয়ার ৮ মাসের শুভজিত্ মণ্ডল। কলকাতা মেডিক্যাল কলেজে মৃত্যু হয় কল্যাণীর মাঝেরচকের দেড় বছরের রুদ্রিক সরকারের।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 3 =