বুধবারই ভারত সরকারের তরফে চরম সতর্কবার্তা দিয়ে রেখেছে, এ দিন স্থানীয় সময় সন্ধে সাড়ে ৬টার মধ্যে খারকিভ (Kharkiv) ছাড়তে হবে প্রবাসী ভারতীয়দের (Indian)। ইউক্রেনে ভারতীয় দূতাবাস জানায়, যেভাবেই হোক খারকিভ ছাড়তে হবে। ট্রেন-বাসের মতো গণপরিবহণ না মিললে হেঁটেই এই শহর ছাড়তে হবে। এমন নির্দেশে রীতিমতো উত্তেজনা ছড়ায় ভারতীয় ছাত্রদের মধ্যে। উল্লেখিত একটি ভিডিওয় দেখা যাচ্ছে, ট্রেনে ওঠার জন্য কাকুতি-মিনতি করছেন বেশ কয়েক ভারতীয়। আফ্রিকানও রয়েছে সেখানে। কিন্তু ইউক্রেনিয়রা (Ukraine) তাঁদের উঠতে দিচ্ছে না বলে অভিযোগ। এই ভিডিও রীতিমতো ভাইরাল হয়।
#Kharkiv Some #Ukrainians are not letting #Indian & #African students board the train in #Kharkiv.
Please save everyone's life.#AfricansinUkraine #UkraineRussianWar #Kharkiv #UkraineUnderAttack #Ukraine #UcraniaBajoFuego #RussiaUkraineWar #RussiaUkraine #PutinWarCriminal pic.twitter.com/2FW5fnLP7S— SUBHASH CHARAN (@Gadhwara27) March 2, 2022
এক মিনিট ৫৪ সেকেন্ড। কিয়েভ থেকে খারসন, খারসন থেকে খারকিভ, খারকিভ থেকে লিভিভ- গোটা ইউক্রেনে এই মুহূর্তে কী অবস্থা, তা ধরা পড়েছে নিউ ইয়র্ক টাইমসের টুইটারে পোস্ট করা একটি ছোট্ট ভিডিওতে। কখনও মুর্হুমুহু সাইরেন, এলোপাথারি গুলি-বোমা বর্ষণ আর ইউক্রেনিয়দের দেশছাড়ার দ্যোতনা- এখন এটাই দস্তুর হয়ে উঠেছে ইউক্রেনে। কিয়েভের দোরগোড়ায় কড়া নাড়ছে রুশসেনা। বসতবাড়ি ছেড়ে তল্পিতল্পা গুটিয়ে দিকশূন্যপুরে যাত্রা করছেন আবাল-বৃদ্ধ-বনিতা। মেট্রো স্টেশনে অগনতি মাথা আর দমবন্ধ করা দীর্ঘশ্বাস। খারসানে গেলে দেখা যাচ্ছে বাজপাখির মতো ধেয়ে আসছে যুদ্ধবিমান। ছুড়ছে এদিক-ওদিক গোলা।