কলকাতা : ১০ লক্ষের বেশি জনসংখ্যার শহর কোন দেশে ক’টি? এরকম সমীক্ষা কেউ করেছে? উত্তরটা হলো, হ্যাঁ। ইউনাইটেড ন্যাশনস পপুলেশন ডিভিশন প্রোজেকশনের সাম্প্রতিক রিপোর্টে এ ব্যাপারে কিছু বৈশিষ্ট্য দেখা গিয়েছে।
যেমন, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রাজিল— বিশ্বের এই তিন বৃহৎ রাষ্ট্রে সম্মিলিত যত শহরে ১০ লক্ষের বেশি জনসংখ্যা, তার চেয়ে বেশি এরকম শহর চিনে। একটু ভেঙে বললে ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে এ রকম শহরের সংখ্যা যথাক্রমে ৬৫, ৫২ ও ২৩। অর্থাৎ, মোট ১৪০। আর কেবল চিনেই ১৬২।
১০ লক্ষের বেশি জনসংখ্যার তালিকায় ৫ম, ষষ্ঠ, ৭ম স্থানে আছে যথাক্রমে মেক্সিকো (২১টি), ইন্দোনেশিয়া (১৮টি) ও নাইজেরিয়া (১৬টি)। তালিকায় তার পরের দুটি শহর হলো রাশিয়া (১৫টি) ও তুরস্ক (১১টি)।
আর ইওরোপে? সুইডেন, জার্মানি, স্পেন, বেলজিয়াম— এরকম নানা দেশে ১০ লক্ষাধিকের শহর কত? প্রশ্নই ওঠে না! সংখ্যার নিরিখে কাছাকাছি আসার মতো শহর একমাত্র লন্ডন। অল্প কিছু শহরে কয়েক লক্ষ লোক। বার্লিনে ৪ লক্ষেরও কম, মাদ্রিদে সাড়ে তিন লক্ষেরও কম, প্যারিসে ২ লক্ষের কিছু বেশি। বলাই বাহুল্য, বার্লিন, মাদ্রিদ, আর প্যারিস হলো যথাক্রমে জার্মানি, স্পেন আর ফ্রান্সের রাজধানী।