নিরাপত্তার স্বার্থে এসএসসি ভবনের সার্ভার রুমের ইন্টারনেট বিচ্ছিন্ন করল সিবিআই

কলকাতা: এসএসসি দুর্নীতি মামলার দিকেই এখন নজর সকলের। মামলায় মন্ত্রী-আমলারা জুড়ে যাওয়ায়, কিছুটা অস্বস্তিতে রাজ্য। এই পরিস্থিতিতে এসএসসি-র পুরনো তথ্য মামলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তা এদিক-ওদিক হয়ে যাওয়ার আশঙ্কা থেকেই হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে আগেই এসএসসি (SSC) ভবনের ডেটাবেস রুম সিল করেছিল সিবিআই। এবার ‘আচার্য সদন’-এর সার্ভার রুমের ইন্টারনেট ব্যবস্থাই বিচ্ছিন্ন করে দিলেন তদন্তকারী অফিসাররা (CBI)। এই রুম এখন এমনিতেই সিল করা আছে। পাশাপাশি আরও দু’টি ঘরে তালা ঝুলিয়ে দেওয়া হল। অর্থাৎ কেউ এখন আর ওই ঘরে ঢুকতে পারবেন না।

সিবিআই সূত্রে খবর, তদন্তের স্বার্থেই ইন্টারনেট বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাতে বাইরে থেকে কেউ সার্ভার রুমের কম্পিউটার অ্যাকসেস করতে না পারে। অন্যদিকে এসএসসি ভবনের যে ঘরে ১৪টি কম্পিউটার আছে ও যে ঘরে নথি ভর্তি ছয়টি আলমারি আছে সেই ঘর দুটো সিল করা হয়েছে।

হাইকোর্টের নির্দেশে বাইরে মোতায়েন আছে সিআরপিএফ। যাতে কেউ নথি সরাতে বা নষ্ট করতে না পারে তার জন্য কড়া নজরদারি চালানো হচ্ছে। সিবিআই সূত্রে জানা গিয়েছে, প্রতিটি কম্পিউটারে যে যেসব ডিজিটাল ইমেজ আছে তা সংগ্রহ করা হয়েছে। এসএসসি ভবনে কেউ বিনা অনুমতিতে ঢুকতে বা বেরোতে পারছেন না। কাজের সুবিধার্থে ভেতের যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে  চেয়ারম্যান ও তাঁর পরামর্শদাতা, স্টেনো, সহকারী চেয়ারম্যানকে। তথ্য প্রমাণ লুঠের আশঙ্কা থেকেই এই সিদ্ধান্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − 5 =