নিজস্ব প্রতিবেদন, বিষ্ণুপুর: মন্দির নগরী বিষ্ণুপুরে বর্ষ বিদায়ে পর্যটকদের কাছে বাড়তি পাওনা মন্দিরের কোলে পোড়া মাটির হাট। পর্যটকরা ভিড় জমিয়েছেন পোড়া মাটির হাটে। বিষ্ণুপুর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে তৈরি করা হয়েছিল এই পোড়ামাটির হাট। এলাকার শিল্পীরা তাঁদের তৈরি করা বিভিন্ন পোড়ামাটির জিনিস, লণ্ঠন, কাঠের তৈরি করা দ্রব্য নিয়ে পসরা সাজিয়ে বসেছেন মন্দিরের কোলে পোড়ামাটির হাটে, আর এই হাটেই ভিড় জমাচ্ছেন পর্যটকরা। চলছে কেনাকাটা। সপ্তাহে দু’দিন বসে এই হাট, শনি ও রবিবার। যেহেতু আজ ৩১ ডিসেম্বর রবিবার, তাই পর্যটকদের পিকনিক এবং মন্দির দর্শনের পাশাপাশি বাড়তি পাওনা পোড়া মাটির হাট।
মন্দির নগরী বিষ্ণুপুরে পোড়া মাটির জিনিসের আজও যে বেশ কদর, তা এই মেলায় পর্যটকদের ভিড়ই বলে দেয়। দেশ-বিদেশ থেকে আসা পর্যটকরা এদিন পায়ে পায়ে পৌঁছে গিয়েছেন এই হাটে।