বাংলাদেশে দীপু খুন, পশ্চিমবঙ্গেও এরকম হতে পারে বলে আশঙ্কা তথাগতের

কলকাতা : “এটাই আজ বাংলাদেশের চেহারা। আগামীকাল যে পশ্চিমবঙ্গের চেহারাও এরকম হবে না তা কে বলতে পারে?” সোমবার সামাজিক মাধ্যমে একথা লিখলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

শিশুকন্যা-সহ মন্দিরের সামনে দীপুর একটি ছবি-সহ তথাগতবাবু লিখেছেন, “মাত্র কয়েক সপ্তাহ আগেকার ছবি। বাংলাদেশের ময়মনসিংহের দীপু চন্দ্ৰ দাস, তার স্ত্রী আর শিশুকন্যা,অনাবিল আনন্দে হাসছেন । আজ দীপু নেই, একদল জেহাদি কুকুর তাঁকে নৃশংসভাবে পিটিয়ে, জ্যান্ত পুড়িয়ে মেরেছে ।

দীপু কারোকে মারেন নি, ধরেন নি, তবু তাঁকে খুন করার আগে জেহাদিরা অপবাদ দিয়েছে তিনি নাকি তাদের নবীর নামে কটূক্তি করেছেন। বাংলাদেশে হিন্দুরা আজ এমন নির্যাতিত, এমন কোনঠাসা, যে উন্মাদ না হলে কোন হিন্দু এমন কাজ করবে না। তাহলে কেন তাঁকে খুন?

কারণ তিনি হিন্দু ছিলেন। কারণ তিনি হিন্দু ছিলেন। কারণ তিনি হিন্দু ছিলেন।

হিন্দু খুন করা, হিন্দু মেয়েদের ধর্ষণ করা প্রত্যেক জেহাদি মুসলমানের পক্ষে ফরজ বা অবশ্যকর্তব্য। এতে তাদের জন্নতে যাবার, এবং সেখানে গিয়ে হুরদের সঙ্গে অবিরাম যৌনসঙ্গম করবার পথ সুগম হবে।

সব মুসলমানই কি এরকম জেহাদি? মোটেই না, বেশ কিছু আছেন যাঁরা এধরণের আচরণ ঘৃণা করেন। কিন্তু তাঁরা (তসলিমা নাসরিন বা হুমায়ুন আজাদের মত ব্যতিক্রম বাদ দিলে) মুখ খোলেন না। আর বিশাল সংখ্যক মুসলমানেরা সাতেও নেই, পাঁচেও নেই, কিন্তু গোলমাল হলে তার সুবিধা নেওয়ার থেকে পিছিয়ে থাকে না।

প্রসঙ্গত ‘জিহাদ কি’ এই প্রশ্নের উত্তরে অনেকে, কিছু খৎনা করা হিন্দু সমেত, বোঝাতে চেষ্টা করবে, এটি নাকি প্রত্যেক মানুষের ভিতরে কু-প্রবৃত্তির বিরুদ্ধে সু-প্রবৃত্তির লড়াই। ওদের কেতাবে যাই লেখা থাকে, বাস্তবে এটি মিথ্যে কথা। বাস্তবে জিহাদ মানে হিন্দুদের ‘কল্লা’ বা গলা কেটে ফেলা।

বিশ্বাস হল না? দরকার নেই। শুধু ভাবুন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − sixteen =