অসমে ডেঙ্গুর প্রকোপে স্কুল-কলেজ বন্ধের নির্দেশ

অসমে ভয়াবহ রূপ নিয়েছে ডেঙ্গু। মশকবাহিত রোগটির মোকাবিলায় হিমশিম খাচ্ছে বিজেপি শাসিত রাজ্যটির স্বাস্থ্যবিভাগ। বিশেষ করে পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে উঠেছে ডিফুতে। সেখানে সমস্ত স্কুল ও কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন।

স্থানীয় প্রশাসনের জারি করা ওই নির্দেশিকায় বলা হয়েছে, সোমবার থেকে আগামী শনিবার পর্যন্ত ডিফু পুরসভা ও বৃহত্তর ডিফু টাউন এলাকায় সমস্ত স্কুল ও কলেজ বন্ধ থাকবে। ডেঙ্গুর প্রকোপ রুখতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। ‘ন্যাশনাল হেল্থ মিশনে’র তরফে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে, ১ থেকে ৫ নভেম্বরের মধ্যে অসমে ২৮৫টি ডেঙ্গুর মামলা সামনে এসেছে। এরমধ্যে ২৭১টি মামলাই কার্বি আংলং জেলার। ফলে জেলাটিতে পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ হয়ে উঠেছে বলেই মনে করা হচ্ছে।

গত পাঁচ দিনে কার্বি আংলংয়ে ডেঙ্গুর ২৭০টি মামলা সামনে এসেছে। তাই গতকাল, রবিবার ‘সতর্কতামূলক ব্যবস্থা’ হিসেবে ডিফুতে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × two =