ইমরানের গ্রেপ্তারি বেআইনি। এমনটাই জানাল পাকিস্তানের সুপ্রিম কোর্ট। বড়সড় স্বস্তি পেলেন ইমরান খান। গত মঙ্গলবারই তাঁকে জমি দুর্নীতি মামলায় গ্রেপ্তার করেছিল পাক রেঞ্জার্স। কিন্তু বৃহস্পতিবার পাক (Pakistan) সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, ইমরানের গ্রেপ্তারি বেআইনি। বুধবারই সেদেশের দুর্নীতি-দমন আদালত ৮ দিনের জন্য এনএবি’র হেপাজতে রাখার নির্দেশ দিয়েছিল। অবশেষে দিন পেরোতেই স্বস্তি পেলেন ইমরান।
জানা যাচ্ছে, ৭০ বছরের পিটিআই নেতার বিরুদ্ধে সব মিলিয়ে মোট ১২১টি মামলা রুজু হয়েছে। বিশ্বাসঘাতকতা ও ধর্মের অবমাননা থেকে হিংসা ও সন্ত্রাসে উস্কানি দেওয়ার মতো নানা অভিযোগে বিদ্ধ ইমরান। এই পরিস্থিতিতে সুপ্রিম-মন্তব্যে যে তিনি স্বস্তি পাবেন তা বলাই বাহুল্য।
উল্লেখ্য, মঙ্গলবার ইমরান (Imran Khan) লাহোর থেকে ইসলামাবাদ হাইকোর্টে পৌঁছনোর পর আচমকা সেখানে প্রবেশ করে পাক রেঞ্জার্স। দ্রুত তাঁকে ঘিরে ফেলে গ্রেপ্তার করে তারা। সেখানে উপস্থিত ইমরানের আইনজীবী ও নিরাপত্তা রক্ষীদের প্রবল মারধর করা হয়। তারপরই ইমরানকে গ্রেপ্তার ও এই গ্রেপ্তারির প্রতিবাদে দেশে অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়।