দুর্নীতি মামলায় ১৪ বছরের সাজা শোনানো হল প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে। তাঁকে একা নয়, একই সাজা দেওয়া হয়েছে ইমরানের স্ত্রী বুশরা বিবিকে। এক সপ্তাহ পরেই পাকিস্তানে নির্বাচন। তার আগেই প্রবল অস্বস্তিতে বর্ষীয়ান রাজনীতিক।কেবলই কারাবাসের সাজা নয়। এরই সঙ্গে পাকিস্তানি মুদ্রায় তাঁদের প্রায় ৭৯ কোটি টাকা জরিমানাও করা হয়েছে। এই রায়ের পরই ক্ষোভ উগরে দিয়েছে ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ তথা পিটিআই।
মঙ্গলবারই সাইফার মামলায় ইমরান খানকে ১০ বছরের জন্য কারাদণ্ড দিয়েছে পাকিস্তানের আদালত।এদিকে ইমরান গত আগস্ট থেকে জেলে থাকলেও এখনও গ্রেপ্তার করা হয়নি বুশরা বিবিকে।গত বছর, ২০২৩ সালের ৫ আগস্ট তাঁকে কারাদণ্ড দেয় ইসলামাবাদ আদালত। যদিও ডিসেম্বরে ইমরানকে জামিন দেয় পাক সুপ্রিম কোর্ট। কিন্তু তাঁর বিরুদ্ধে একাধির মামলা চলার ফলে এখনও জেলেই রয়েছেন ইমরান। এর মধ্যেই তাঁকে এই সাজা শোনাল আদালত।