জমি কেলেঙ্কারি সংক্রান্ত একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। মঙ্গলবার সকালে ইসলামাবাদ হাইকোর্টের সামনে থেকে পাক আধাসেনা রেঞ্জার্স বাহিনী তাঁকে হেপাজতে নেয়।
আল কাদির ট্রাস্টের জমি হস্তগত করার অভিযোগ সম্প্রতি ইমরানের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল। সেই মামলার জামিন নিতেই মঙ্গলবার সকালে ইসলামাবাদ হাইকোর্টে গিয়েছিলেন তিনি। গ্রেপ্তারের পর ইমরানকে রেঞ্জার্স বাহিনীর জওয়ানেরা মারধর করেন বলে অভিযোগ। এর পর তাঁকে গাড়িতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।
এদিন, ‘আলকাদির ট্রাস্ট মামলা’ নামে পরিচিত এক জমি দুর্নীতি মামলায় আদালতে হাজিরা দেওয়ার সময় ইমরান খানকে গ্রেপ্তার করা হয়। সরাসরি আদালত থেকেই তাঁকে হেপাজতে নেয় পাক রেঞ্জাররা। একটি কালো গাড়িতে করে তাঁকে আদালত চত্বর থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এরপরই আদালত চত্বরে ব্যাপক বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। ইমরানের সমর্থকরা তাঁর এই গ্রেপ্তারি মেনে নিতে পারেননি। এমনকী, ইমরানের ব্যক্তিগত দেহরক্ষী এবং বেশ কয়েকজন আইনজীবীও আহত হন। এই অবস্থায় ইসলামাবাদ আদালত চত্বরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পাক সরকার জানিয়েছে, এই বিষয়ে কোনও প্রতিবাদ-বিক্ষোভ মেনে নেওয়া হবে না। কড়া হাতে দমন করা হবে।
ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের সহ-সভাপতি ফাওয়াদ চৌধুরি বলেন, ‘জোর করে ইমরানকে তুলে নিয়ে গিয়েছে পাক রেঞ্জার্স। তাঁর আইনজীবী ফয়জল চৌধুরীও হামলার শিকার হয়েছেন।’ তবে প্রশাসন সূত্রের খবর, গ্রেপ্তারির পর ইমরানকে হাইকোর্ট চত্বরের বাইরে নিয়ে গিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে রেঞ্জার্স।