নয়াদিল্লি : কেরলে বর্ষা প্রবেশ করল শনিবার, স্বাভাবিক সময়ের চেয়ে আট দিন আগেই। ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, গত ১৬ বছরে এত তাড়াতাড়ি দেশে বর্ষার আগমন হয়নি।
১৬ বছরের পরিসংখ্যানও প্রকাশ করা হয়েছে। সাধারণত কেরলে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করে ১ জুন। সেটাই দেশে আনুষ্ঠানিক ভাবে বর্ষার আগমনের সময়। এই বছর তার চেয়ে আট দিন আগে বর্ষা প্রবেশ করল। শেষ বার এত আগে কেরলে বর্ষা ঢুকেছিল ২০০৯ সালে। ১৬ বছর আগের কথা।
২০২৪ সালেও স্বাভাবিকের চেয়ে সামান্য আগে কেরলে বর্ষা ঢুকেছিল। সে বার ৩০ মে কেরলে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশের কথা জানিয়েছিল আইএমডি। এ ছাড়া, ২০০৯ সালে কেরলে বর্ষা প্রবেশ করেছিল ২৩ মে, এ বছরের চেয়ে এক দিন আগে। কেরলে ইতিমধ্যেই বর্ষার বৃষ্টি শুরু হয়েছে। কান্নুর এবং কাসারগোদ জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। ৯টি জেলায় কমলা সতর্কতা এবং ৩টি জেলায় এবং লাক্ষাদ্বীপে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টিপাতের সতর্কতার পরিপ্রেক্ষিতে, রাজ্যের পর্যটন এলাকায় বিধিনিষেধ আরোপ করা হয়েছে।