২৫ অক্টোবর সিডনিতে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় এক দিনের ম্যাচ চলাকালীন একটি ক্যাচ ধরতে গিয়ে গুরুতর চোট পান ভারতের সহ-অধিনায়ক শ্রেয়স আয়ার। অস্ট্রেলিয়ার অ্যালেক্স ক্যারের ক্যাচটি নিতে ঝাঁপ দিয়েছিলেন তিনি, তখনই পাঁজরে জোরে আঘাত লাগে। মাঠেই কিছুক্ষণ চিকিৎসা নেওয়ার পর হেঁটেই সাজঘরে ফেরেন শ্রেয়স, কিন্তু তার পর থেকে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। কোনও ঝুঁকি না নিয়ে সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
সূত্রের খবর, শ্রেয়সের ‘রিব কেজ ইনজুরি’ হয়েছে— অর্থাৎ তাঁর বক্ষপিঞ্জরের হাড়ে আঘাত লেগেছে। এই অংশের হাড়ে ফাটল বা থেঁতলে যাওয়া অত্যন্ত বিপজ্জনক, কারণ এতে শরীরের ভিতরে রক্তক্ষরণ শুরু হয়। জানা গিয়েছে, শ্রেয়সের শরীরের ভেতরে কিছুটা রক্তক্ষরণ হলেও অবস্থা গুরুতর ছিল না। ভারতের দলের চিকিৎসক ও ফিজিয়ো কমলেশ জৈন তাঁকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখেন। চিকিৎসকেরা নিশ্চিত করেছেন, তিনি এখন স্থিতিশীল এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।
চোটের পর পাঁচ দিন কেটে যাওয়ার পর অবশেষে বৃহস্পতিবার প্রথমবার সমাজমাধ্যমে নিজের অবস্থার খবর দেন শ্রেয়স আয়ার। তিনি লেখেন, “এখন আমি সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়ার মধ্যে রয়েছি। প্রতি দিন আরও উন্নতি করছি। যে শুভেচ্ছা ও সমর্থন পেয়েছি, তার জন্য কৃতজ্ঞ। আমার কথা সবাই ভেবেছেন— এটা সত্যিই খুব ভালো লেগেছে।” তাঁর এই বার্তায় ভক্ত ও সতীর্থরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।
ভারতের টি-২০ অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়েছেন, তিনি প্রথমেই শ্রেয়সের চোটের খবর শুনে যোগাযোগের চেষ্টা করেছিলেন। পরে দলের ফিজিয়োর সঙ্গে কথা বলে জানতে পারেন, শ্রেয়সের অবস্থা স্থিতিশীল। সূর্য বলেন, “চিকিৎসকেরা ওর সঙ্গে আছেন, সব কিছু ঠিক চলছে। ও এখন মেসেজের জবাব দিচ্ছে, কথা বলছে— মানে অনেকটাই সুস্থ।” তিনি আরও জানান, দল ক্রমাগত শ্রেয়সের সঙ্গে যোগাযোগ রাখছে এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করছে।
সর্বোপরি, চোটের ধাক্কা কাটিয়ে ধীরে ধীরে সুস্থতার পথে ফিরছেন শ্রেয়স আয়ার। তাঁর বার্তা যেমন ভক্তদের মনে স্বস্তি এনেছে, তেমনি ভারতীয় দলের মধ্যেও ফিরেছে আশার আলো।

