নিজস্ব প্রতিবেদন, পাণ্ডবেশ্বর: কয়লা চুরি রুখতে বন্ধ করার কাজ শুরু হল অবৈধ সুড়ঙ্গ । ইসিএলের বাঁকোলা এরিয়ার নাকড়াকোন্দা খোলা মুখ খনির কুমারডিহি বি খোলামুখ খনির ঘটনা। অবৈধ সুড়ঙ্গ নজরে আসতেই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান সংস্থার সিকিউরিটি আধিকারিক।
কয়েক বছর হল ইসিএলের বাঁকোলা এরিয়ার নাকড়াকোন্দা কুমারডিহি বি খোলামুখ খনি চালু হয়েছে। বেশ কিছুদিন সেখানে কয়লা উৎপাদন বন্ধ রয়েছে বলে সূত্রের খবর। এই সুযোগে খোলামুখ খনিতে অবৈধ ভাবে সুড়ঙ্গ কেটে কয়লা তোলা শুরু করেছে দুÜৃñতীরা বলে অভিযোগ। কয়লা তোলার জন্য খোলামুখ খনির বিভিন্ন অংশে সুড়ঙ্গ তৈরি করেছে দুÜৃñতীরা। সেই সুড়ঙ্গের ভিতর প্রবেশ করে কয়লা তুলে তা পাচার করা হচ্ছে। সম্প্রতি বিষয়টি নজরে আসে সংশ্লিষ্ট কোলিয়ারির আধিকারিকদের। বুধবার থেকে সুড়ঙ্গগুলি বন্ধ করার কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। সিআইএসএফ জওয়ানদের উপস্থিতিতে বুধবার জেসিবি মেশিনের সাহায্যে মাটি ফেলে সুড়ঙ্গের মুখগুলি বন্ধ করে দেওয়ার কাজ শুরু হয়েছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কোলিয়ারি অথবা বাঁকোলা এরিয়া কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সংস্থার সিকিউরিটি (জিএম) অফিসার শৈলেন্দ্র কুমার সিং জানান, কয়লা চুরির খবর পাওয়া মাত্র প্রতিটি ক্ষেত্রে পদক্ষেপ করা হয়। এক্ষেত্রেও তাই করা হয়েছে।