বীরভূম : পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় অবৈধ উচ্ছেদ অভিযান অব্যাহত। এবার বীরভূম জেলায় অস্থায়ী ও স্থায়ী দখলদারিতে চলল বুলডোজার, বুলডোজার চালিয়ে সবকিছু ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল। প্রথম দফায় রামপুরহাটে ১৪ নম্বর জাতীয় সড়কের দুই ধারে থাকা অবৈধ অস্থায়ী ও স্থায়ী দখলদারি উচ্ছেদের কাজ হয়েছে।
শুক্রবার সকাল থেকেই বীরভূমের রামপুরহাটের মুনসুবা মোড় থেকে বুলডোজার দিয়ে দখলমুক্ত করার অভিযান শুরু হয়। জাতীয় সড়কের দু’ধারে ১০০ ফুট চওড়া জায়গা দখলমুক্ত করা হচ্ছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষের দাবি, আগেই অবৈধ দখলদারদের নোটিস দেওয়া হয়েছিল। কিন্তু তাঁরা নিজেরা তাঁদের অবৈধ নির্মাণ সরিয়ে নেননি।
তাই শুক্রবার থেকে শুরু হয়েছে জবরদখল উচ্ছেদ অভিযান। প্রথম দফায় মুনসুবা মোড় থেকে সানঘাটা পর্যন্ত দখলমুক্ত করার কাজ শুরু হয়েছে। দ্বিতীয় দফায় রামপুরহাট বাসস্ট্যান্ড পর্যন্ত অভিযান হবে। তৃতীয় দফায় হবে রামপুরহাট বাসস্ট্যান্ড থেকে মেডিক্যাল কলেজ পর্যন্ত।’’