উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) খাস তালুক গোরক্ষপুর মন্দিরের বাইরে গতকাল, রবিবার সন্ধেয় এই ঘটনাটি ঘটেছে। ওই যুবক হাতে ধারল অস্ত্র নিয়ে, ধর্মীয় স্লোগান তুলে মন্দিরে প্রবেশ করার চেষ্টা করেন। স্থানীয় তাঁকে বাধা দেওয়ার চেষ্টা করেও কোনও লাভ হয়নি। এই ঘটনাকে ‘সন্ত্রাসবাদ’-র সঙ্গে তুলনা করেছে উত্তরপ্রদেশ পুলিশ।
IIT Mumbai Chemical Engineer Ahmed Murtaza attacked the security personnel of Gorakhpur Gorakshanath temple @iitbombay
This is the result of continuous targetting of Yogi gvt by liberals & leftists and poisoning minds of youth of this country with so much of hatred & false news. pic.twitter.com/TjWdx0bjyl
— Vishnu Vardhan Reddy (@SVishnuReddy) April 4, 2022
ঘটনার মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে। আহমেদ মুর্তাজা আব্বাসি নামের আইআইটি থেকে স্নাতক ওই যুবক গোরক্ষনাথ মন্দিরের বাইরে ধারল অস্ত্র হাতে চিৎকার করছিলেন। এক সময় এই গোরক্ষনাথ মন্দিরের প্রধান পুরোহিত ছিলেন উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেখানে উপস্থিত যে পুলিশকর্মী বা দোকানাদাররা তাঁকে থামানোর চেষ্টা করেছিলেন, তাদের দিকেই অস্ত্র উচিঁয়ে তেড়ে গিয়েছেন ওই যুবক। সেখানে উপস্থিত জনতা তাঁর দিকে পাথর ছুড়তে শুরু করে। শেষমেশ ওই যুবককে ধরে ফেলা হয়।
পুলিশ সূত্রে খবর, গোরক্ষপুরের বাসিন্দা মোর্তাজা বম্বে আইআইটি পাশ করেন ২০১৫ সালে। তাঁর কাছ থেকে একটি ল্যাপটপ, ফোন এবং ট্রেনের টিকিট উদ্ধার হয়েছে।