অন্ডাল: ৭৫ মাইক্রনের নীচে প্লাস্টিক ব্যবহারের বিরুদ্ধে বুধবার অন্ডাল বিডিও এলাকার বাজারে অভিযান চালায়। সতর্ক করার পরেও নিয়ম ভঙ্গ করার অপরাধে বাজারের বেশ কিছু ক্রেতা ও বিক্রেতা’কে আর্থিক জরিমানা করা হয়। অভিযান চালিয়ে সাধারণ প্লাস্টিকের প্যাকেট ব্যবহারের অপরাধে এদিন ৯ জন দোকানদারকে ৫০০ টাকা ও একজন ক্রেতাকে ৫০ টাকা জরিমানা করা হয়। প্রসঙ্গত, দূষণ রুখতে ৭৫ মাইক্রোনের নিচে প্লাস্টিক প্যাকেট ব্যবহার দেশজুড়ে নিষিদ্ধ হয়েছে। জুলাই মাস থেকে ওই প্লাস্টিক প্যাকেট ব্যবহারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি হয়েছে। রাজ্যজুড়ে ব্লকস্তর পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে ওই প্লাস্টিক ব্যবহারে নিষেধাজ্ঞার ওপর প্রায় ১ মাস ধরে সচেতন করা হয় ক্রেতা ও বিক্রেতাকে। নিয়ম অমান্য করলে জরিমানা সহ আইনি ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করে সরকার। কিন্তু তা সত্ত্বেও প্লাস্টিকের ব্যবহারে মানুষ সচেতন না হওয়ায় এদিন বিডিও সুদীপ্ত বিশ্বাস এলাকার বাজারে অভিযান চালান। এদিন অন্ডালের সাউথবাজার, নর্থ বাজার, অন্ডাল মোড়-এর বিভিন্ন দোকানে বিডিও’র নেতৃত্বে চালানো হয় অভিযান। অভিযানে ছিলেন অন্যান্য সরকারি আধিকারিকরা। বিডিও সুদীপ্ত বিশ্বাস জানান, ভবিষ্যতে ফের নিয়ম ভাঙলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি তিনি বলেন, বিভিন্ন বাজারে ধারাবাহিকভাবে প্লাস্টিকের বিরুদ্ধে অভিযান চালানো হবে। নিয়ম ভাঙলে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।