ক্ষমতায় এলে আঁস্তাকুড়ে পাঠানো হবে ওয়াকফ সংশোধনী আইন: তেজস্বী

কাটিহার : বিহারে ‘ইন্ডি’ জোট ক্ষমতায় এলে আঁস্তাকুড়ে পাঠানো হবে কেন্দ্রের ওয়াকফ সংশোধনী আইন। কাটিহারে নির্বাচনী প্রচারসভা থেকে এমনই মন্তব্য করলেন মহাগঠবন্ধনের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব।

সংখ্যালঘু অধ্যুষিত ওই এলাকায় আয়োজিত সভা থেকে তেজস্বী বলেছেন, আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব দেশের সাম্প্রদায়িক শক্তির সঙ্গে কখনও আপস করেননি। কিন্তু মুখ্যমন্ত্রী নীতীশ কুমার সর্বদা এই শক্তির পাশে থেকেছেন।

যদি ‘ইন্ডি’ জোট ক্ষমতায় আসে, আমরা ওয়াকফ আইনকে আঁস্তাকুড়ে ছুড়ে ফেলব। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়েও প্রশ্ন তুলেছেন তেজস্বী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − one =