কোচবিহার : “আমি যদি বুলেটপ্রুফ গাড়িতে না থাকতাম, তা হলে এতক্ষণ মর্গে থাকতাম। পুলিশের সামনে এই হামলা হয়েছে।” মঙ্গলবার দলীয় কর্মসূচিতে যোগ দিতে কোচবিহারে গিয়ে হামলার মুখে পড়ে এই অভিযোগ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এদিন কোচবিহার পুলিশ সুপারের অফিসের সামনে দাঁড়িয়ে নিজের বুলেটপ্রুফ গাড়ির ভাঙা কাঁচ দেখিয়ে শুভেন্দুবাবু বলেন, “তৃণমূল কায়দা করে হামলা চালিয়েছে। গাড়ির কাচ ভাঙা, পাথর ছোড়ার অভিযোগ তুলে সরব হন তিনি। সরাসরি অভিযোগ করেন রাজ্যের শাসকদল ও পুলিশের বিরুদ্ধে।
শুধু তাই নয়, তাঁর দাবি, “এই হামলার পিছনে আছে রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের এনে হামলা চালানো হয়েছে। কাঠের মোটা ডাণ্ডা, পাথর— সব ব্যবহার করা হয়েছে। মেরে ফেলতেই কনভয়ে আক্রমন করা হয়েছে।”
পরে এসপি অফিসের বিক্ষোভ মঞ্চ থেকে বিরোধী দলনেতা বলেন, “মহাদেব রক্ষা করেছেন। মমতাকে হারিয়েছি, তাই ওদের অত রাগ।” বিরোধী দলনেতা বলেন, গাড়ির জানলার কাঁচে ২০ বার মোটা বাঁশ দিয়ে মেরেছে। তাতে ভাঙতে না পেরে গাড়ির পিছনের কাঁচ পাথর দিয়ে ভেঙেছে।

