অ্যালেক্সেই নাভালনির কাজ আমি চালিয়ে যাব, প্রতিজ্ঞাবদ্ধ স্ত্রী ইউলিয়া

স্বামীর অসম্পূর্ণ কাজ পূরণ করার অঙ্গীকার নিলেন নাভালনির স্ত্রী।গত ১৬ ফেব্রুয়ারি, শুক্রবার রাশিয়ার জেলে মৃত্যু হয় রুশ বিরোধী নেতা নাভালনির। এর পর কেটে গিয়েছে ছয়দিন। কিন্তু মনোবল হারাননি ইউলিয়া। চোখের জল মুছে ঘুরে দাঁড়িয়েছেন নাভালনির স্ত্রী। এখন তাঁর প্রধান কাজ রাশিয়ার বিরোধী দলকে নেতৃত্ব দেওয়া। এপি সূত্রে খবর, দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে ইউলিয়া জানিয়েছেন, “অ্যালেক্সেই নাভালনির কাজ আমি চালিয়ে যাব।”

২০ বছরের বিবাহিত জীবনে সমস্ত রকম পরিস্থিতিতে নাভালনির পাশে থেকেছেন ইউলিয়া। তিনিই ছিলেন নিহত রুশ বিরোধীনেতার অন্যতম শক্তি। ক্যামেরার সামনে খুব একটা আসতে চাইতেন না ইউলিয়া। প্রচারের আলো থেকে সব সময় দূরে থাকতেন। কিন্তু এবার নিজেকে বদলে ফেলছেন ইউলিয়া। পুতিনের চোখে চোখ রেখে লড়াই করার জন্যই যেন প্রস্তুত হচ্ছেন তিনি। নাভালনির মৃত্যুর খবর পাওয়ার পরই রুশ প্রেসিডেন্টের কড়া শাস্তির দাবি জানিয়ে ছিলেন ইউলিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + thirteen =