মার্কিন মুলুকে পড়তে গিয়ে অপহৃত হায়দরাবাদের যুবক! জানা গিয়েছে, বছর পঁচিশের ওই যুবকের নাম আবদুল মহম্মদ। গত বছরের মে মাসে তিনি স্নাতকোত্তর ডিগ্রি লাভের জন্য আমেরিকার ওহিওয়ের ক্লিভল্যান্ড বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়েছিলেন। তিনি হায়দরাবাদের বাসিন্দা। নিখোঁজ ছাত্রের পরিবারের দাবি, গত ৭ মার্চ থেকে আবদুল তাঁদের সঙ্গে কোনও কথা বলেননি।ছেলেকে খুঁজে পেতে শিকাগোর ইন্ডিয়ান কাউন্সিলের দ্বারস্থ হয়েছে নিখোঁজ ছাত্রের পরিবার। অঙ্কের মুক্তিপণ চেয়ে ক্রমাগত ফোন আসছে তাঁর পরিবারের কাছে। এমনকী হুমকি দেওয়া হচ্ছে, দাবি মতো টাকা না দিলে নাকি যুবকের কিডনি বেছে দেওয়া হবে। নিখোঁজ ছেলে দ্রুত খুঁজে পাওয়ার জন্য শিকাগোর ইন্ডিয়ান কাউন্সিলের কাছেও লিখিত জমা দিয়েছে পরিবার।
চলতি মাসেই আমেরিকায় খুন হয়েছিলেন পারুচুরি অভিজিৎ নামে এক ভারতীয় ছাত্র। একটি গাড়ির মধ্যে থেকে উদ্ধার হয়েছিল বস্টন বিশ্ববিদ্যালয়ের ওই পড়ুয়ার দেহ। অভিজিৎকে নিয়ে মাত্র আড়াই মাসের মধ্যে মার্কিন মুলুকে ৯ জন ভারতীয় এবং ভারতীয় বংশোদ্ভূত পড়ুয়ার মৃত্যু হয়েছে।