স্ত্রীর প্রেমিককে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে, গ্রেপ্তার অভিযুক্ত

পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েছিল স্ত্রী। ঘটনাটি জানতে পেরে স্ত্রীর প্রেমিককে কুপিয়ে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানার ভিঙ্গোল গ্রাম পঞ্চায়েতের কনুয়া এলাকায়। এই ঘটনায় হামলাকারী কৃষ্ণপদ সাহাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম গোবিন্দ প্রামাণিক (৩০)। দু’মাস আগে কৃষ্ণপদ সাহার স্ত্রী সাগরিকা সাহাকে নিয়ে পালিয়ে গিয়েছিল গোবিন্দ প্রামাণিক নামে এলাকারই এক যুবক। আর তারই বদলা নিতে গোবিন্দ প্রামাণিকের বুকে চাকু ঢুকিয়ে খুন করার অভিযোগ উঠেছে সাগরিকার স্বামী কৃষ্ণপদ সাহার বিরুদ্ধে।

এদিন রাতে গোবিন্দ প্রামাণিক মোটর বাইকে করে চাঁচলে যাচ্ছিলেন। তার পিছু ধাওয়া করে ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের কনুয়া ব্রিজের কাছে গোবিন্দকে ধরে ফেলে কৃষ্ণপদ। সেখানে ধারালো চাকু দিয়ে কুপিয়ে খুন করে অভিযুক্ত ওই ব্যক্তি।

পুলিশ জানিয়েছে, গুরুতম জখম গোবিন্দ প্রামাণিককে চাঁচল সুপার স্পেশ্যালিটি হাসপাতালে  নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয়। গোটা ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে হরিশ্চন্দ্রপুর থানা ও চাঁচল থানার বিশাল পুলিশ বাহিনী। হরিশ্চন্দ্রপুর থানার তদন্তকারী অফিসার অতুল প্রসাদ মিশ্র জানিয়েছেন, অভিযুক্ত কৃষ্ণপদ সাহার সঙ্গে ১৮ বছর আগে সাগরিকা সাহার বিয়ে হয়। তাঁদের ২ নাবালিকা কন্যা সন্তানও রয়েছে। সাংসারিক অশান্তির জেরে সাগরিকা তাঁর স্বামী কৃষ্ণপদ সাহাকে ছেড়ে গ্রামেরই এক যুবক গোবিন্দ প্রামাণিকের সঙ্গে পালিয়ে যান। এই ঘটনায় রাগে ফুঁসছিলেন সাগরিকার স্বামী কৃষ্ণপদ সাহা। মঙ্গলবার রাতে গোবিন্দ প্রামাণিককে একা পেয়ে তাঁর ওপর ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে কৃষ্ণপদ। তাঁর বুকে চাকু ঢুকিয়ে দেওয়া হয়। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। অভিযুক্ত কৃষ্ণপদ সাহাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − four =