বেলডাঙার সভামঞ্চে হুমায়ুন, দলের নাম ঘোষণা

মুর্শিদাবাদ : বাবরি মসজিদের শিলান্যাসের পর এবার নিজের দল ঘোষণা করলেন সাসপেন্ড হওয়া বিধায়ক হুমায়ুন কবীর। সোমবার বেলডাঙার খাগরুপাড়ার মাঠে সভার আয়োজন করা হয়েছে। ওই সভামঞ্চে দাঁড়িয়ে নতুন দলের নাম ঘোষণা করেন তিনি।

দলটির নাম ‘জনতা উন্নয়ন দল’। পাঁচজন প্রার্থীর নামও ঘোষণা করার কথা তাঁর। দলের ফ্লেক্স-ব্যানারে ছেয়ে গেছে মুর্শিদাবাদ।

নতুন দল ঘোষণার আগে ফেসবুক পোস্টে জনসমর্থনের আর্জি জানান হুমায়ুন। মালদা, নদিয়া, দুই দিনাজপুর, দুই বর্ধমান, দুই ২৪ পরগনা, মেদিনীপুর, হাওড়া-সহ রাজ্যের বিভিন্ন এলাকার মানুষকে রাজনৈতিক দলের সভায় উপস্থিত থাকার আহ্বান জানান। সেই অনুযায়ী এদিনের সভায় বহু মানুষ ভিড় জমান। আছেন আসাউদ্দিন ওয়েইসির ‘মিম’ সমর্থকরাও।

দিনকয়েক ধরেই দলের বিরুদ্ধে সুর চড়িয়েছেন তিনি। তাঁর মন্তব্যে বারবার অস্বস্তিতে পড়ে শাসকশিবির তৃণমূল। তাঁকে সতর্কও করে দল। তাতেও কাজের কাজ হয়নি কিছুই। পরিবর্তে ক্রমশ দলের বিরুদ্ধেই আক্রমণের ঝাঁজ বাড়ান হুমায়ুন। পরবর্তীতে মসজিদের শিলান্যাস করার কথা ঘোষণা করেন ভরতপুরের তৃণমূল বিধায়ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × four =