সন্দেশখালির বেতাজ বাদশা শেখ শাহজাহানের অন্যতম সঙ্গী শিবু হাজরা কেন নৈহাটিতে জমি কিনেছেন, তা নিয়ে প্রশ্ন তুললেন ব্যারাকপুরের বিদায়ী সাংসদ অর্জুন সিং। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্জুন সিংয়ের দাবি, সন্দেশখালির বাসিন্দা শিবু হাজরা নৈহাটিতে জমি কিনে ব্যবসা করছেন। অর্জুনের অভিযোগ, জমি কেনার ক্ষেত্রে সমস্ত দায়িত্ব ছিল জ্যোতিপ্রিয় মল্লিক ও পার্থ ভৌমিকের ওপর। তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের কত রোজগার তা নিয়েও ইতমধ্যেই প্রশ্ন তুলেছেন সাংসদ। নৈহাটি ও সোদপুরে ফ্ল্যাট, একই সঙ্গে পাঁচটি পেট্রোল পাম্পের মালিক কী করে পার্থ ভৌমিক তার উত্তর খোঁজা হোক বলেছিলেন সাংসদ। ফের একবার তৃণমূল প্রার্থীর সম্পত্তি নিয়েও এদিন তিনি প্রশ্ন তুললেন। এ প্রসঙ্গে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক বলেন, ‘কে কোথায় জমি কিনবে, সেই খবর রাখা কি একজন মন্ত্রী কিংবা বিধায়কের কাজ নাকি। ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের পাশাপাশি এদিন তিনি বীজপুর কেন্দ্রের বিধায়ক সুবোধ অধিকারীকেও নিশানা করেন। বীজপুরের বিধায়ক আয়কর প্রদান ফাইলে লভ্যাংশ দেখাচ্ছেন সাড়ে পাঁচ লক্ষ টাকা। অথচ তার সম্পত্তি পরিমান দু’বছরে আট কোটি টাকা হল কী করে, তা নিয়েও প্রশ্ন তুললেন ব্যারাকপুরের বিদায়ী সাংসদ। যদিও এপ্রসঙ্গে বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারীর সাফাই, ‘বাপ-ঠাকুরদার সম্পত্তি আজ বেড়ে দাঁড়িয়েছে। ৫০ বছর আগে সম্পত্তির মূল্য যা ছিল, সেটা বর্তমানে তো বাড়বেই।’