স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়ির সামনে গৃহবধূর ধরনা

মেদিনীপুর: বিয়ের ১ বছর পর স্বামী আর পাত্তা না দেওয়ায় মঙ্গলবার দুপুর থেকে ঘাটালের নতুক গ্রামে শ্বশুরবাড়ির সামনে ধরনায় বসেছেন স্ত্রী। এক বছর আগে সামাজিক মাধ্যমে উত্তর ২৪ পরগনার মোনালিসা জয়ধরের সঙ্গে ঘাটালের নতুক গ্রামের বিবেক ভুঁইয়ার আলাপ হয়। তারপর তারা প্রণয়ে জড়িয়ে পড়েন এবং বিয়ের সিদ্ধান্ত নেন। কলকাতার একটি আবাসনে তাদের বিয়েও হয়। মোনালিসার অভিযোগ, বিয়ের কিছুদিন পর থেকে পাত্তা দিচ্ছে না স্বামী। সেজন্য শ্বশুরবাড়ির সামনে ধরনায় বসেছেন। মোনালিসার অভিযোগ, কলকাতায় বিয়ের পর তারা দিল্লিতে থাকতে শুরু করেন। কয়েকদিন আগে তাকে দিল্লিতে রেখে বিবেক হঠাৎ ঘাটালের নতুকের বাড়িতে ফিরে আসেন। পরে বিবেকের পিছু-পিছু মোনালিসাও ঘাটালে পৌঁছে যান। পৌঁছনোর পর বিবেকের সঙ্গে একবার দেখা হতেই বিবেক তার হাত থেকে মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে পালিয়ে যান। এরপরই মঙ্গলবার দুপুর থেকে মোনালিসা বিবেকের বাড়ির সামনে ধরনায় বসেছেন। মোনালিসা চান, বিবেকের বাবা-মা তাঁকে স্ত্রী হিসাবে স্বীকৃতি দিক। এই দাবি নিয়ে ধরনায় বসে আছেন মোনালিসা। মঙ্গলবার সারারাত বসে থাকার পরেও শ্বশুরবাড়ি থেকে কোনওরকম সহানুভূতি পাননি বলে মোনালিসা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + seventeen =