উত্তরবঙ্গের চার জেলায় বাংলাদেশিদের জন্য বন্ধ হোটেলের দরজা

দক্ষিণ দিনাজপুর : উত্তরবঙ্গের চার জেলায় বাংলাদেশের নাগরিকদের জন্য হোটেলের ঘর ভাড়া দেওয়া বন্ধ করল হোটেল কর্তৃপক্ষ। শিলিগুড়ি, মালদা, কোচবিহারের হোটেল ব্যবসায়ীরা আগেই বাংলাদেশিদের জন্য হোটেলের ঘর ভাড়া দেওয়া হবে না বলে ঘোষণা করেছিলেন। এ বার তাঁদের সঙ্গে যোগ দিলেন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের হোটেল মালিকরাও। রীতিমতো পোস্টার সেঁটে জানিয়ে দেওয়া হলো, আপানারা আমাদের দেশকে অসম্মান করছেন। তাই আপনাদের ঘর ভাড়া দেওয়া যাবে না। যদিও ইতিমধ্যেই দক্ষিণ দিনাজপুর জেলার হিলি আন্তর্জাতিক স্থলবন্দর দিয়ে লোক পারাপারের সংখ্যা অনেক কমে গিয়েছে। তাও যাঁরা আসছেন, এই সিদ্ধান্তে সমস্যায় পড়েছেন বাংলাদেশিরা। তাঁরা যাবতীয় দায় চাপাচ্ছেন ইউনুস সরকারের উপরে। যদিও তাতে নরম হতে রাজি নন হোটেল মালিকরা। তাঁদের সাফ কথা, ক্ষতি হলে হোক। আগে দেশের সম্মান।

এদিকে, বাংলাদেশিদের প্রতি শিলিগুড়িতে মানুষের মনে বিস্তর ক্ষোভ জমেছে। প্রায় নিয়ম করে গত কয়েকদিনে বিক্ষোভ প্রদর্শিত হয়েছে শহরে। বাংলাদেশি নাগরিকদের ঘর ভাড়া দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়েছেন শিলিগুড়ির হোটেল মালিকরা। এমন পরিস্থিতিতেও মূলত চিকিৎসার কারণে প্রতিবেশী দেশ থেকে প্রতিদিনই কিছু মানুষ ভারতে আসছেন।

বাংলাদেশে এখন অগ্নিগর্ভ পরিস্থিতি। ভারতীয় সীমান্তগ্রামের মানুষ আতঙ্কিত। সীমান্তে বিএসএফের নজরদারি বাড়ানো হয়েছে। হোটেল মালিকদের বক্তব্য, বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার জেরে সেখানে সংখ্যালঘু হিন্দুদের উপর লাগাতার হামলা ও নির্যাতনের ঘটনা সামনে আসছে। নির্বাচনের প্রাক্কালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে এবং দেশজুড়ে হিংসার ছবি ধরা পড়ছে। এই পরিস্থিতিতে ভারতের নিরাপত্তা ও জাতীয় স্বার্থের কথা মাথায় রেখেই এমন কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে|

হোটেল মালিক সংগঠন সূত্রে জানা গিয়েছে, এর আগেও একাধিকবার বাংলাদেশি নাগরিকদের হোটেল না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যদিও মানবিক কারণ দেখিয়ে মেডিকেল ভিসায় ভারতে আসা বাংলাদেশিদের ক্ষেত্রে ছাড় দেওয়া হত। তবে এবার সেই ছাড়ও প্রত্যাহার করা হয়েছে। সংগঠনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, মেডিকেল বা স্টুডেন্ট ভিসায় এলেও কোনও বাংলাদেশি নাগরিককে হোটেল ভাড়া দেওয়া হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × one =