নদীয়া : নদীয়া জেলার শান্তিপুরের বাইপাস এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে বড়সড় দুর্ঘটনায় কমপক্ষে ২৫ জন জখম হয়েছেন। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা লরির পিছনে গিয়ে ধাক্কা মারেএকটি যাত্রীবাহী বাস।
দুর্ঘটনার জেরে কার্যত দুমড়ে মুচড়ে গিয়েছে বাসটির সামনের অংশ। এই দুর্ঘটনার ফলে জখম হয়েছেন ২৫ জন। তবে তার মধ্যে প্রায় ১২ জনের আঘাত গুরুতর। জানা গিয়েছে, বাসটি নদীয়ার কৃষ্ণনগর থেকে কলকাতার দিকে আসছিল।
১২ নং জাতীয় সড়কের উপর উড়ালপুলের বিএড কলেজের কাছে ঘটেছে দুর্ঘটনাটি। জখম অবস্থায় বেশ কিছু যাত্রীকে ভর্তি করা হয়েছে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। অপরদিকে, বেশ কিছু যাত্রীকে কৃষ্ণনগর হাসপাতাল এবং রানাঘাট হাসপাতালেও চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে বলে সূত্রের খবর।

