কলকাতা : বাকস্বাধীনতার অধিকার থাকলেই কারোওর ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অনুমতি মেলে না, এমনটাই মন্তব্য করল কলকাতা হাই কোর্ট।
পুণের ছাত্রী শর্মিষ্ঠা পানোলির মামলার শুনানি চলাকালীন এই মন্তব্য করেছে উচ্চ আদালত। তাঁর জামিনের আবেদনও মঞ্জুর হয়নি এদিন। বরং দেশের বৈচিত্র্যের কথা শর্মিষ্ঠাকে মনে করিয়ে দিয়েছে আদালত।
মঙ্গলবার আদালতে তোলা হয় শর্মিষ্ঠাকে। তাঁর জামিনের আবেদন খারিজ করে দিয়ে আদালতের মত, “আমাদের দেশের একটি অংশের ভাবাবেগে আঘাত লেগেছে। সকলেরই বাকস্বাধীনতা রয়েছে কিন্তু তার অর্থ এই নয় যে অন্যদের ভাবাবেগে আঘাত করতে পারেন। আমাদের দেশ বৈচিত্র্যে ভরা।”
সেই সঙ্গে আদালত জানিয়েছে, শর্মিষ্ঠা পানোলির বিরুদ্ধে গার্ডেনরিচ ছাড়া বাকি যে এফআইআরগুলি হয়েছে সেগুলির ভিত্তিতে কোনো পদক্ষেপ করা যাবে না। এই একই অভিযোগের ভিত্তিতে আর নতুন করে কোনও এফআইআর করা যাবে না বলেও নির্দেশ দিয়েছেন বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়। ৫ জুন পরবর্তী শুনানি হবে এই বিষয়ে, ওইদিন কেস ডায়েরি পেশ করতে বলা হয়েছে রাজ্যকে।