কলকাতা : উচ্চ প্রাথমিকে অতিরিক্ত শূন্যপদ বাতিল করল কলকাতা হাই কোর্ট। ২০২২ সালে তৈরি করা অতিরিক্ত শূন্যপদ বাতিলের নির্দেশ বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চের। এক্ষেত্রে আদালতের স্পষ্ট পর্যবেক্ষণ, নিয়মিত নিয়োগের ক্ষেত্রে অতিরিক্ত শূন্যপদ তৈরি করা যায় না। ফলে ওই পদে কোনও নিয়োগ নয় বলেও এদিন নির্দেশে জানিয়েছে হাই কোর্ট।
বুধবারেই নিয়োগ মামলায় ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বহাল রাখার নির্দেশ দেয় আদালত। এরপরেই বৃহস্পতিবারের এই নির্দেশ যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
উচ্চ প্রাথমিকে শারীরশিক্ষা এবং কর্মশিক্ষায় নিয়োগ করতে চেয়ে অতিরিক্ত শূন্যপদ তৈরি করে রাজ্য। ১৬০০ শূন্যপদ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। যার মধ্যে কর্মশিক্ষায় ৭৫০ টি এবং শারীরশিক্ষার জন্য ৮৫০ টি অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়। এই সংক্রান্ত বিজ্ঞপ্তিও দেওয়া হয় রাজ্যের তরফে।
আর তা চ্যালেঞ্জ করে মামলা হয় কলকাতা হাই কোর্টে। দুর্নীতির অভিযোগে আদালতের হস্তক্ষেপ চেয়ে মামলা দায়ের হয়। নিয়োগে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেন বিচারপতি বিশ্বজিৎ বসু।

