বর্ধমানে আরএসএসের সভায় শর্তসাপেক্ষে অনুমতি হাই কোর্টের 

কলকাতা : বর্ধমানে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ (আরএসএস)-এর সভার অনুমতি দিল হাই কোর্ট। শুক্রবার এই রায় দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। তবে শর্ত চাপিয়েছে আদালত। কোনও পরীক্ষার্থীর যাতে অসুবিধা না হয় সেই চেষ্টা করতে হবে। শব্দ নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা নিতে হবে। যতটা সম্ভব কম শব্দ ব্যবহার করে সভা করতে হবে।

উল্লেখ্য, বর্ধমানে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা সরসংঘচালক মোহন ভাগবতের। সেই অনুষ্ঠানে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল জেলা প্রশাসনের বিরুদ্ধে। সেই জল গড়ায় কলকাতা হাইকোর্ট পর্যন্ত। উদ্যোক্তারা বলেন, অনুষ্ঠানে সাউন্ড বক্স ব্যবহারের অনুমতি দিচ্ছে না প্রশাসন।

আরএসএস-এর তরফে বলা হয়, যেহেতু রবিবার এই সভা হওয়ার কথা, তাই পরীক্ষায় কোনও অসুবিধা হবে না। প্রশাসনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করে আরএসএস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + 7 =