শিমলা : প্রবল বর্ষণে বিপর্যস্ত হিমাচল প্রদেশের বহু এলাকা। মঙ্গলবার আবহাওয়া দফতর আগামী ২৪ ঘণ্টার জন্য হিমাচলের ৬টি জেলায় বন্যার হলুদ সতর্কতা জারি করেছে। সোমবার রাতে মণ্ডি জেলার একাধিক জায়গায় মেঘভাঙা বৃষ্টি হয়েছে। যার জেরে করসোগ সাব-ডিভিশনে মৃত্যু হয়েছে ৪৫ বছর বয়সী এক ব্যক্তির। নিখোঁজ আরও দু’জন। স্যাঞ্জ গ্রামে স্রোতের টানে নিখোঁজ ৯ জন। ইতিমধ্যেই এক মা ও মেয়েকে উদ্ধার করা গেছে। ধসের জেরে বাখলি ও কুকলাহ সেতু সহ বন্ধ চণ্ডীগড়-মানালি জাতীয় সড়ক। পাণ্ডোহ বাজার ও রঘুনাথপধরে জলমগ্ন এলাকা থেকে বহু মানুষকে উদ্ধার করা হয়েছে।
পাশাপাশি বৃষ্টির জেরে পাণ্ডোহ ড্যামের জলস্তর বিপদসীমার প্রায় কাছাকাছি। বেয়াস নদীতে ছাড়া হয়েছে দেড় লক্ষ কিউসেক জল। হামিরপুরের খেরি গ্রামে নদীর জলে আটকে পড়া ২০ জনের মধ্যে ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। মণ্ডি, কাংড়া ও হামিরপুরে বন্ধ সব স্কুল-কলেজ।
প্রসঙ্গত, বিগত ২০ থেকে ৩০ জুন এই ১০ দিনে রাজ্যজুড়ে বৃষ্টিজনিত ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪৪ জন, আহত ৮৩, নিখোঁজ ৫ জন। সোমবার রাত পর্যন্ত রাজ্যে বন্ধ প্রায় ২৫৯টি রাস্তা, বিকল ৬১৪টি ট্রান্সফর্মার, ক্ষতিগ্রস্ত ১৩০টি পানীয় জল প্রকল্প। এখনও পর্যন্ত হিমাচল প্রদেশের ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে ৭৫ কোটি টাকা।